হজের খতিব শায়েখ সালেহ আল হুমাইদ: জীবনী ও অবদান
এ বছরের হজের খুতবা প্রদান করেছেন মসজিদুল হারামের ইমাম শায়েখ ড. সালেহ বিন হুমাইদ।** ওয়েব পোর্টাল ‘হারামাইন শরিফাইন’ সূত্রে এ তথ্য জানা গেছে।
শায়েখ সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ ১৯৫০ সালে সৌদি আরবের বুরাইদা শহরে জন্মগ্রহণ করেন। তিনি ২৫ বছর বয়সে মক্কার বাদশাহ আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী আইনশাস্ত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদে শিক্ষকতা শুরু করেন এবং ইসলামী অর্থনীতি বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৮৩ সালে মাত্র ৩৩ বছর বয়সে তিনি মসজিদুল হারামের ইমাম হিসেবে নিযুক্ত হন। শায়েখ সালেহ শুরা কাউন্সিল এবং হাই জুডিশিয়ারি কমিশনের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, একই সঙ্গে সিনিয়র ওলামা কাউন্সিলের সদস্য এবং সৌদি রয়্যাল কোর্টের উপদেষ্টা।
উল্লেখ্য, এ বছর হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল বৃহস্পতিবার, ৫ জুন। এদিন আরাফাতের ময়দানে জড়ো হন লাখো মুসল্লি। তারা দোয়া, কোরআন তিলাওয়াত ও চোখের জলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। সারাদেশে প্রতিধ্বনিত হয়— “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক”।
আগামী শুক্রবার সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ পালিত হবে পরদিন।
No comments