a

জুলাই ঘোষণাপত্রকে নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করার আহ্বান নাহিদ ইসলামের

 

ফটো: এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "জুলাই ঘোষণাপত্র শুধু একটি রাজনৈতিক প্রস্তাব নয়, বরং এটি আগামী দিনের নতুন সংবিধানের অন্যতম আদর্শিক ভিত্তি হওয়া উচিত।" তিনি জোর দিয়ে বলেন, “জুলাই ঘোষণাপত্রকে অবশ্যই নতুন সংবিধানে যুক্ত করতে হবে, এবং তা কেবল আনুষ্ঠানিক অন্তর্ভুক্তিই নয় — বরং জাতির ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হিসেবেই এর গুরুত্ব প্রতিস্থাপন করতে হবে।”


শুক্রবার (৪ জুলাই) রাত ৮টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।


নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, "জুলাই ঘোষণাপত্রকে অবশ্যই নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। কেবল যুক্ত করলেই হবে না — একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, তা-ই হতে হবে নতুন সংবিধানের নৈতিক ও আদর্শিক ভিত্তি।"


তিনি আরও বলেন, "প্রথম পর্যায়ে এই ঘোষণাপত্রকে রাজনৈতিক ঐকমত্যের একটি দলিল হিসেবে গ্রহণ করতে হবে। অতঃপর একে আইনগত ও সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, যেন রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থায় এর প্রতিফলন ঘটে।"


নাহিদ ইসলাম তার স্ট্যাটাসে উল্লেখ করেন, “জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত থাকবে – ঐতিহাসিক জুলাইয়ের ছাত্র-গণঅভ্যুত্থানের পটভূমি, সেই অভ্যুত্থানের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আহতদের যথাযথ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার রাষ্ট্রীয় প্রতিশ্রুতি।”


তিনি বিশ্বাস করেন, এই ঘোষণাপত্র শুধু অতীতের স্মৃতি নয় — বরং একটি প্রজন্মের রক্তে লেখা স্বপ্ন, যা আগামী দিনের রাষ্ট্রকাঠামো গঠনে পথনির্দেশনা হিসেবে কাজ করবে।


হ্যাপি বাংলা মিডিয়া/এম 

No comments

Powered by Blogger.