গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জ, ১৬ জুলাই:
গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে এই হামলার সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এনসিপির নেতাকর্মীরা এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে দায়ী করেছেন।
সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় নেতা ডা. তাসনিম জারা সহ অন্য নেতৃবৃন্দ। স্থানীয় নেতাকর্মীরা “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগানে তাদের স্বাগত জানান।
এর আগে, দুপুর দেড়টার দিকে সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানান, “১৬ জুলাই— যে দিনে হাসিনার নির্দেশে যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন দমন করতে ৬ জন সহযোদ্ধাকে হত্যা করা হয়েছিল, সেই দিনেই আমরা গোপালগঞ্জ যাচ্ছি।” তিনি লেখেন, “এই মুহূর্তে আমরা গোপালগঞ্জ জেলায় প্রবেশ করেছি। কিছুক্ষণের মধ্যেই পৌরপার্কে পৌঁছাবো।”
এই পোস্টের কিছু সময় পরেই সমাবেশস্থলে হামলা চালানো হয়। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সমাবেশস্থলে প্রবেশ করে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা।
এর আগে সকালেই গোপালগঞ্জ সদর উপজেলায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতেও হামলা চালানো হয়। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জাতীয় নাগরিক পার্টি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে একটি মাসব্যাপী কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে আজ তারা গোপালগঞ্জে পদযাত্রা ও সমাবেশের আয়োজন করে। গতকাল দলটির অফিসিয়াল ফেসবুক পেজে ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।
No comments