a

টিলাগড় রাজপাড়া জামে মসজিদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নিয়োগ বিজ্ঞপ্তি

টিলাগড় রাজপাড়া জামে মসজিদ

পদসমূহ: ইমাম ও ছানি ইমাম

টিলাগড় রাজপাড়া জামে মসজিদের জন্য নিম্নোক্ত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন জনবল নিয়োগ করা হবে:

১. ইমাম:

  • শিক্ষাগত যোগ্যতা: কামিল অথবা দাওরায়ে হাদিস পাস।

  • অভিজ্ঞতা: ৫/৭ বছরের ইমামতির অভিজ্ঞতা সম্পন্ন।

  • অন্যান্য যোগ্যতা: সুন্দর ও স্পষ্ট কণ্ঠে ইসলামি আলোচনার অধিকারী হতে হবে।

২. ছানি ইমাম:

  • অভিজ্ঞতা: অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

  • অন্যান্য যোগ্যতা: সুুুুুুুরের অধিকারী হতে হবে। (কোরআনের হাফিজগণ অগ্রাধিকার পাবেন)।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ১৭ জুলাই ২০২৫ তারিখের মধ্যে অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র সহ মোতাওয়াল্লী বরাবর আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে।

আবেদন প্রেরণের ঠিকানা:
মোতাওয়াল্লী
রাজপাঢ়া জামে মসজিদ
তিলাগড়, সিলেট।

যোগাযোগ:
মুয়াজ্জিন সাহেব
মোবাইল নং: ০১৮৩৭-০২১৯১৮

No comments

Powered by Blogger.