আওয়ামী লীগ সন্দেহ করে শিবিরের ঢাকা কলেজের নেতাকে মারধর

 

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা কলেজ ছাত্রশিবিরের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মো. মামুন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরের একটি বাড়ির সামনে ছাত্রলীগ সন্দেহে তাকে মারধর করেন ছাত্রদলের কর্মীরা।


হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঢাকা কলেজ ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এ সময় ছাত্রদল নেতাদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের আলোচনায় বিষয়টির সমাধান হয়।


শিবির নেতা মো. মামুন জানান, ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা থাকলেও অনেকে ভেতরে যাচ্ছিলেন। তিনিও যেতে চাইলে পুলিশ তাকে বাধা দেয়। তিনি প্রশ্ন তোলেন কেন অন্যরা যেতে পারছেন, অথচ তিনি পারবেন না। তখন কয়েকজন এসে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করে হঠাৎ হামলা চালায়।


তার দাবি, তিনি পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা হামলাকারীদের আটকায়নি।


ঢাকা কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, “মামুন আমাদের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক। পরিচয় দেওয়ার পরও তার ওপর হামলা চলে। পরে ধানমন্ডি থানা ছাত্রদলের সদস্যসচিব জনির সঙ্গে কথা হলে তিনি স্বীকার করেন, হামলাকারীরা ছাত্রদলের কর্মী ছিলেন এবং ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে বলে দুঃখ প্রকাশ করেন।”


এ বিষয়ে জনি বলেন, “তিনি যদি শুরুতেই নিজের পরিচয় দিতেন, ঘটনা ঘটত না। শুরুতে তিনি কিছুটা উগ্র আচরণ করায় উত্তেজিত হয়ে কয়েকজন মারধর করে। পরে পরিচয় জানার পর আমরা তাকে ছাড়িয়ে নিই।”


No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.