পানি উন্নয়ন বোর্ড বিশাল নিয়োগ বিজ্ঞাপ্তি ২০২৫


 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তর

মানব সম্পদ উন্নয়ন পরিদপ্তর

পানি ভবন, লেভেল-৫, ৭২ গ্রীন রোড, ঢাকা-১২০৫

www.bwdb.gov.bd

স্মারক নং-৪২.০১.০০০০.৩১১.১১.০১২.২০-১১১১ তারিখঃ ১৯ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ / ০২ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নে বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online-এ দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ

ক্রঃ নং পদের নাম ও বেতন গ্রেড (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী) শূন্য পদ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
০১ ওয়ার্ক এ্যাসিস্ট্যান্ট
বেতন গ্রেড: ১৮
স্কেল: টাকা ৯৩০০-২২৪৯০
৪৬৮ (চারশত আটষট্টি) টি (অস্থায়ী রাজস্ব) (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) নির্মাণ কাজে অন্যূন ০১ (এক) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।

আবেদন সংক্রান্ত শর্তাবলী

  1. ইতোপূর্বে স্মারক নং-৪২.০১.০০০০.৩১১.১১.০২৩.২০-৪৭৭; তারিখঃ ২৯/০৬/২০২১ খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত ওয়ার্ক এ্যাসিস্ট্যান্ট এর ১১৮ (একশত আঠার) টি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। পূর্বে আবেদনকারীদের স্ব স্ব ইউজার আইডিতে আবেদন গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।
  2. উপর্যুক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সর্বশেষ সময় বাংলাদেশ সরকার কর্তৃক জারীকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধি-বিধান অনুসরণ করা হবে। উপর্যুক্ত পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং-০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.১৪.১৪১; তারিখঃ ২৩ জুলাই ২০১৯ অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
  3. আবেদন দাখিলের শেষ তারিখঃ ২৮/০৭/২০২২ খ্রিঃ, বৃহস্পতিবার (বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত)।
  4. উল্লিখিত পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন/সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
  5. অত্র দপ্তরের কেবলমাত্র Online-এ আবেদন ফরম পূরণ এবং দাখিল করতে হবে। Online-এর মাধ্যমেই পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য ১০০/- (একশত) টাকা Payment করতে হবে। প্রার্থীকে বাপাউবো’র Online Recruitment Portal (rms.bwdb.gov.bd) এ login করে Registration করতে হবে। আবেদন দাখিল এবং Payment সম্পন্ন করতে হবে। আবেদনের বিস্তারিত নিয়মাবলী উক্ত Portal-এ পাওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। কোন আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না।
  6. Online-এ আবেদনপত্রে দাখিলকৃত সকল তথ্যই সঠিক তথ্য ও সত্যতার সাথে পূরণ করতে হবে। দাখিলকৃত সকল তথ্য সঠিক এবং সত্য হিসেবে বিবেচিত হবে। প্রদত্ত তথ্য বা তার অংশবিশেষ অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা যে কোন পর্যায়ে কোন দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগ প্রাপ্তির পরও যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল হবে; এমনকি চাকুরী হতে বরখাস্ত করার ক্ষমতাও কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। উভয় ক্ষেত্রে ভবিষ্যতে বাপাউবোর কোন নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণাসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
  7. নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

সাধারণ নির্দেশাবলী

  1. Online-এ আবেদনপত্র পূরণ/দাখিল এবং পরীক্ষার ফি জমাদানের সময়সীমাঃ ২৮/০৭/২০২২ খ্রিঃ, বৃহস্পতিবার বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা দেয়া যাবে। প্রার্থীর অনলাইন আবেদনপত্র দাখিলের শেষ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীই কেবলমাত্র আবেদন করার যোগ্য। Appeared/অধ্যয়নরত ফলাফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থীগণ কোনভাবেই আবেদন করার যোগ্য নন।
  2. লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র প্রাপ্তিসংক্রান্ত যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। নির্ধারিত সময়ের পর প্রার্থী তাঁর User ID & Password ব্যবহার করে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে বাপাউবো’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
  3. মৌখিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষাঃ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। লিখিত/ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচী যথাসময়ে বাপাউবো’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য, মৌখিক/ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না।
  4. প্রার্থীর ছবিঃ প্রার্থীকে অবশ্যই সদ্য তোলা রঙ্গিন ছবি অনলাইনে আপলোড করতে হবে। ছবিতে কোন কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না। সাদা ব্যাকগ্রাউন্ডে সুস্পষ্ট মুখ মন্ডল সম্বলিত রঙ্গিন ছবি আপলোড করতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, সাদা কালো রঙ্গিন ছবি বাঞ্ছিত নয়।
  5. ডকুমেন্ট দাখিল সংক্রান্তঃ আবেদনের সময় অন-লাইনে কোন কাগজপত্র ডকুমেন্ট দাখিল করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অর্থাৎ কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রমাণে উল্লিখিত সনদপত্র-প্রত্যয়নপত্র সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং মূলকপি প্রদর্শন করতে হবে।
  6. একই ডিভাইসে একই সময়ে একাধিক প্রার্থী login করে আবেদন না করার পরামর্শ দেয়া যাচ্ছে। এই ধরনের কার্যক্রমের কারণে আবেদন দাখিল ও Payment সংক্রান্ত কোন জটিলতার সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
  7. স্বাক্ষরিত/-

    (অহিদুল ইসলাম)

    তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চুক্তি)

    মানব সম্পদ উন্নয়ন পরিদপ্তর

    বাপাউবো, ঢাকা।

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.