সিলেটে হকার উচ্ছেদ: লালদিঘীরপার প্রস্তুত না হওয়ায় অভিযান পিছিয়ে যাচ্ছে
সিলেট: সিলেটের ফুটপাত ও রাজপথ থেকে হকার উচ্ছেদ নিয়ে চলমান আলোচনার মধ্যে হকারদের জন্য সুখবর দিলেন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। তিনি জানিয়েছেন, লালদিঘীরপার অস্থায়ী হকার্স মার্কেট পুরোপুরি প্রস্তুত না হওয়ায় এখনই কোনো উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে না। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা আরও প্রায় এক সপ্তাহ ফুটপাতে ব্যবসা চালিয়ে যেতে পারবেন।
সম্প্রতি জেলা প্রশাসক ঘোষণা দিয়েছিলেন যে, হকারদের তাদের নির্ধারিত স্থান লালদিঘীরপার হকার্স মার্কেটে চলে যেতে হবে। রাজপথ ও ফুটপাত খালি না করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তার এই ঘোষণার পর থেকেই সিলেটের হকার ও তাদের পরিবারের মধ্যে এক ধরনের উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছিল। বিশেষ করে, ২২ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু হতে পারে এমন আতঙ্কে ছিলেন তারা।
তবে জেলা প্রশাসক সারোয়ার আলম নিশ্চিত করেছেন, নির্ধারিত তারিখ থেকে অভিযান শুরু হচ্ছে না। তিনি বলেন, মার্কেট প্রস্তুত হতে আরও কিছু সময় লাগছে। পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে সবাইকে সেখানে চলে যেতে হবে। এরপরও যারা ফুটপাতে বা রাজপথে বসবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসকের এই নতুন ঘোষণার ফলে হকাররা কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে তারা শুধু ফুটপাতে ব্যবসা করার সুযোগ পাবেন। রাজপথে বসে ব্যবসার পসরা সাজালে আগেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন জেলা প্রশাসক।
এই বিলম্বের কারণে সিলেট শহরের ফুটপাত আরও প্রায় এক সপ্তাহ হকারদের দখলে থাকছে, তবে এরপর একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

No comments