উত্তরা দিয়াবাড়ি এলাকায় ফাইডার বিমান বিধ্বস্ত নিহত ১ জন

 

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন কলেজের প্রধান ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।


সোমবার (২১ জুলাই) সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়, ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের পূর্বাচল স্টেশন থেকে পাঠানো আটটি ইউনিট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


মাইলস্টোন কলেজের এক কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুর্ঘটনার কারণে কলেজ ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। একজন শিক্ষার্থীর মৃত্যুর খবরও পাওয়া গেছে।


এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, আকাশে ঘন ধোঁয়া এবং আগুনের লেলিহান শিখা। আশপাশের মানুষজন দৌড়াদৌড়ি ও আতঙ্কে চিৎকার করতে দেখা গেছে।


দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এম/হ্যাবি বাংলা মিডিয়া


No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.