বক্তব্যকালে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির, পরে ফের বক্তব্য দেন
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলাকালে দলের আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। বিকেল সাড়ে চারটার দিকে সমাবেশের শেষ পর্যায়ে তিনি ডায়াসে এসে বক্তব্য শুরু করেন। কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ শরীর দুর্বল হয়ে পড়ে গিয়ে মঞ্চে লুটিয়ে পড়েন।
সঙ্গে সঙ্গে মঞ্চে উপস্থিত দলের শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মীরা তাকে ধরে ফেলেন এবং দ্রুত তাকে সেবা দিতে এগিয়ে আসেন। উপস্থিত সবার মাঝে তখন উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুরো সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে মুহূর্তেই শোরগোল পড়ে যায়। অনেকে ভাবেন, তিনি হয়তো আর কথা বলতে পারবেন না।
তবে স্বল্প সময়ের মধ্যেই ডা. শফিকুর রহমান ধীরে ধীরে উঠে দাঁড়ান এবং মঞ্চের একটি চেয়ারে বসেই আবার বক্তব্য শুরু করেন। তিনি তার বক্তব্যে বলেন, “২৪-এ আন্দোলনটা না হলে আজ যারা বিভিন্ন দাবি-দাওয়া তুলছেন, তারা কোথায় থাকতেন? আল্লাহ যে নেয়ামত দিয়েছেন, তা অবজ্ঞা না করে সেই ত্যাগের মূল্যায়ন করা আমাদের দায়িত্ব।”
এ সময় তিনি অহংকার, দলীয় সংকীর্ণতা ও তুচ্ছ-তাচ্ছিল্য মানসিকতা পরিহার করার আহ্বান জানান এবং বলেন, “যদি আমরা এসব কাটিয়ে উঠতে না পারি, তাহলে বুঝতে হবে—ফ্যাসিবাদের রূপ আমাদের মাঝেই নতুন করে বাসা বেঁধেছে।”
ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থ হয়ে আবার বক্তব্য শুরু করায় উপস্থিত কর্মীদের মাঝে স্বস্তি ফিরে আসে।
এম/হ্যাপি বাংলা মিডিয়া
জামায়াত আমির অসুস্থ, ডা. শফিকুর রহমান, জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশ, সোহরাওয়ার্দী উদ্যান, জামায়াত নিউজ, জাতীয় সমাবেশ ২০২৫, জামায়াতের বক্তব্য, বাংলাদেশ রাজনীতি, Jamaat Ameer, Dr. Shafiqur Rahman, Jamaat Islami Bangladesh, political rally Bangladesh
No comments