জামায়াতের নাম পরিবর্তনের আহ্বান করেন ফরহাদ মজহার
ছবি: জামাতে ইসলামীর লগো ও ফরহাদ মজহারের ছবি
চট্টগ্রাম, শনিবার: কবি, লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি দলের নাম পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
সভায় ফরহাদ মজহার বলেন, “আমি জামায়াতে ইসলামীর নেতাদের অসম্ভব ভালোবাসি, শ্রদ্ধা করি। কিন্তু অনেক আগেই বলেছি—আপনাদের ১৯৭২ সালের পরও জামায়াত ইসলামী নামটি ব্যবহার করা অনুচিত হয়েছে। ১৯৭১ সালে যেভাবে দলটি ভূমিকা রেখেছে, সেই প্রেক্ষাপটে ‘জামায়াতে ইসলামী’ নামটি এই রাষ্ট্রের জনগণের চেতনার সাথে সাংঘর্ষিক।”
তিনি বলেন, “একসময় তো আপনারাই ইসলামি আইডিওলজি নিয়ে ডেমোক্রেটিক লীগ করেছিলেন। পরে আবার জামায়াতে ইসলামীর নামে ফিরে এলেন কেন? আমাদের অপমান করার জন্য? আপনি যদি মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করে চলেন, তাহলে আবারও শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শক্তিকে টিকিয়ে রাখার পথ তৈরি করবেন।”
ফরহাদ মজহার আরও বলেন, “আমি এখনো আপনাদের অনুরোধ করছি—এটা খুব ভালো সময়, বিশেষ করে জুলাই মাসে গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে, আপনারা দলের নাম পরিবর্তন করুন। এটা শুধু জাতীয় ঐক্যের পথে বাধা নয়, বরং তরুণদের ইসলামপ্রীতি এবং চেতনার বিকাশেও প্রতিবন্ধকতা তৈরি করছে। ১৯৭১ সালের ভূমিকার জন্য ইসলামকেই দায়ী করা হচ্ছে, যা আমাদের সামগ্রিক গঠনের জন্য মারাত্মক ক্ষতিকর।”
সভায় তিনি বলেন, “আমরা এখন এমন এক সময়ে আছি, যেখানে সেক্যুলার ও ধর্মীয়—উভয় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অপরিহার্য। জুলাইয়ের গণ-অভ্যুত্থান সেই লড়াইয়ের সূচনা করেছে, কিন্তু শেষ হয়নি।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মঈনুদ্দিন কাদেরী শওকত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি শহীদুল হক, শিক্ষক আর রাজী, সায়মা আলম, অবসরপ্রাপ্ত মেজর মো. ফেরদৌস, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।
M/ Happy Bangla Media
No comments