এসএসসি/ দাখিল পরিক্ষার ফলাফল প্রকাচের তারিখ ঘোষণা

 চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই


২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জুলাই সকাল ১০টা থেকে ফলাফল জানা যাবে।


এই তথ্য সোমবার (৭ জুলাই) সকালে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।


তিনি জানান, পরীক্ষার্থীরা নিজেদের বোর্ডের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে। পাশাপাশি, নির্ধারিত ফরম্যাটে মোবাইলে SMS পাঠিয়েও ফল জানা যাবে।


এ বছর সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। দাখিল পরীক্ষায় মাদরাসা বোর্ডের অধীনে অংশ নিয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডে অংশ নিয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।


উল্লেখযোগ্য, এবারের এসএসসি পরীক্ষা শুরু হয় ১৫ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১৫ মে। পরীক্ষার ৬০ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের নিয়ম অনুযায়ী, ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করা বাধ্যতামূলক।


এম/হ্যাপি বাংলা মিডিয়া 

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.