কালেমায়ে তাইয়্যেবা,শাহাদাত,তাওহীদ, তামজিদ বাংলা উচ্চারণ ও অর্থসহ
ইসলাম
হযরত ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সাঃ) বলেছেন, ইসলামের ভিত্তি পাঁচটি স্তম্ভের উপর স্থাপন করা হয়েছে। কালেমা (আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল), নামায, রমযানের রোযা, হজ্জ, যাকাত। (বোখারী-মুসলিম)
কালেমায়ে তাইয়্যেবা
لا إله إلا اللهُ مُحَمَّدٌ رَّسُولُ اللهِ .
উচ্চারণ: লা-ইলা-হা ইল্লাল্লা-হু মুহাম্মাদুর রাসূলুল্লা-হ।
অর্থঃ "আল্লাহ ছাড়া কোন 'ইলাহ' নেই। মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল।"
কালেমা শাহাদাত
أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ .
উচ্চারণ : আশহাদু আল্ লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা-শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আ'ব্দুহু ওয়া রাসূলুহু।
অর্থঃ "আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। তিনি এক, তাঁর কোন শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ (সাঃ) তাঁর বান্দা ও রাসূল।"
কালেমা তাওহীদ
لا إِلَهَ إِلَّا أَنْتَ وَاحِدٌ لا ثَانِي لَكَ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ إِمَامُ الْمُتَّقِينَ رَسُولُ رَبِّ الْعَلَمِينَ .
উচ্চারণ: লা-ইলা-হা ইল্লা-আনতা ওয়া-হিদাল্ লা-ছা-নিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লা-হি ইমামুল মুত্তাক্বীনা রাসূলু রব্বিল আ'-লামীন।
অর্থঃ “(হে রব!) তুমি ছাড়া কোন মাবুদ নেই; তুমি এক, তোমার দ্বিতীয় কেউ নেই। মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল, মুত্তাকীগণের নেতা, সমগ্র আলমের প্রতিপালকের প্রেরিত মহামানব।"
কালেমা তামজীদ
لا إِلَهَ إِلَّا أَنتَ نُورًا يَهْدِي اللَّهُ لِنُورِهِ مَنْ يَشَاءُ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ إِمَامُ الْمُرْسَلِينَ خَاتَمُ النَّبِيِّينَ .
উচ্চারণ: লা-ইলা-হা ইল্লা-আনতা নূরাই ইয়াহদিয়াল্লা-হু লিনূরিহী মাই ইয়াশা-উ মুহাম্মাদুর রাসূলুল্লা-হি ইমা-মুল মুরসালীনা খা-তামুন নাবিয়্যীন।
অর্থঃ “(হে রব!) তুমি ছাড়া কোন ইলাহ নেই। তুমি নূর। তুমি নিজ নূর দ্বারা যাকে ইচ্ছা পথ প্রদর্শন কর। মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল, সব রাসূলের সর্দার এবং সর্বশেষ নবী।"
কালেমা রদ্দেকুফর
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَشْرِكَ بِكَ شَيْئًا وَنُؤْمِنُ بِهِ لَا أَعْلَمُ بِهِ - وَأَتُوبُ وَآمَنْتُ كَ مَا اَعْلَمُ بِهِ وَمَا لاَ اَعْلَمُ بِه . و وَاسْتَغْفِرُكَ . وَأَقُولُ أَنْ لا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَّسُولُ اللَّهِ .
উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী-আউ'-যুবিকা মিন আন উশরিকা বিকা শাইয়াঁও ওয়া নু'মিনু বিহী ওয়াস তাগফিরুকা মা-আ'লামু বিহী ওয়া মা-লা-আ'লামু বিহী, ওয়াআতুবু ওয়া আমানু ওয়া-কুলু আল্লা-ইলা-হা ইল্লাল্লা-হু মুহাম্মাদুর রাসূলুল্লা-হ।
No comments