বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন
৮৬তম বিএমএ স্পেশাল (এএমসি) কোর্স
সমরে ও শান্তিতে রাখিব সুস্থ
যোগ্যতা
- বয়স। ০১ জানুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
-
শারীরিক মান (ন্যূনতম)।
ক্রমিক শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য মহিলা প্রার্থীদের জন্য ক। উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) ১.৫২ মিটার (৫ ফুট ০ ইঞ্চি) খ। ওজন* ৫৭.০০ কেজি (১২৬ পাউন্ড) ৪৮.০০ কেজি (১০৫ পাউন্ড) গ। বুক স্বাভাবিক - ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)
প্রসারণ - ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)স্বাভাবিক - ০.৭১ মিটার (২৮ ইঞ্চি)
প্রসারণ - ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) -
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম)।
- আর্মি মেডিকেল কোর (পুরুষ/মহিলা)।
- এমবিবিএস ডিগ্রি (সরকার কর্তৃক স্বীকৃত যেকোন মেডিকেল কলেজ)।
- বিএমএ প্রশিক্ষণে যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশীপ সম্পন্ন করতে হবে।
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট জিপিএ-৯ (তবে, যেকোন পরীক্ষায় জিপিএ-৪ এর কম নয়)।
- আর্মি মেডিকেল কোর (পুরুষ/মহিলা)।
-
বৈবাহিক অবস্থা।
- পুরুষ। অবিবাহিত। তবে, ০১ জানুয়ারি ২০২৫ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
- মহিলা। বিবাহিতা/অবিবাহিতা।
- জাতীয়তা। জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক।
অযোগ্যতা
- সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারী চাকরি হতে প্রত্যাহার/বরখাস্ত।
- আইএসএসবি (ISSB) কর্তৃক ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে)। তবে ০৫ (পাঁচ) বছর পূর্বে ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
- প্রতি চোখের দৃষ্টিশক্তি ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন।
- সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত।
- মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল পেশাগত পরীক্ষাসমূহে সর্বমোট ০২ (দুই) এর অধিক বিষয়ে রেফার্ড প্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্যতীত প্রার্থীদের বয়স কোন দেশে স্থায়ী বসবাসের অনুমতি থাকলে।
নির্বাচন পদ্ধতি
- লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা (পেশাগত বিষয়ে ১০০ নম্বর) আগামী ১৫ আগস্ট ২০২৪ তারিখ ০৯০০ ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতঃ প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার ও জাতীয় পরিচয় পত্রের মূলকপি (NID Card) সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর ২০২৪ মাসের ৩য় সপ্তাহে ওয়েবসাইট ও এসএমএস/টেলিফোনের মাধ্যমে জানানো হবে।
- প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ২১ সেপ্টেম্বর ২০২৪ হতে ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কসীট এর মূলকপি (এসএসসি/ও লেভেল, এইচএসসি/এ লেভেল, এমবিবিএস, ইন্টার্নশীপ, বিএমডিসি রেজিস্ট্রেশন কার্ড, এফসিপিএস পার্ট-১ যদি থাকে এবং কল-আপ লেটার) প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।
- আইএসএসবি পরীক্ষা। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা ৪ দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে।
- চূড়ান্ত নির্বাচন এবং যোগদানপত্র প্রদান। উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্য প্রার্থীদের মধ্য হতে মেধাভ্রম অনুযায়ী সেনাবাহিনী সদর দপ্তর, এ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনেল এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদানপত্র প্রদান করা হবে। বিএমএ প্রশিক্ষণে যোগদানের তারিখ ২৮ ডিসেম্বর ২০২৪।
প্রশিক্ষণ ও কমিশন
- বিএমএ প্রশিক্ষণ। আইএসএসবি ও ডাকযোগে প্রেরিত যোগদান নির্দেশিকায় বর্ণিত তারিখ অনুযায়ী প্রার্থীগণকে বিএমএ তে যোগদান করে ২৪ (চব্বিশ) সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করবেন।
- কমিশন ও পশ্চাৎ প্রবীণতা। প্রশিক্ষণ শেষে ক্যাপ্টেন পদবী ও নিয়ম অনুযায়ী পশ্চাৎ প্রবীণতা প্রাপ্ত হবেন।
প্রাপ্ত সুযোগ সুবিধাসমূহ
- বেতন-ভাতা। সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন।
অন্যান্য বিশেষত্ব
- বাসস্থান। নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন।
- চিকিৎসা। সামরিক হাসপাতালসমূহে বিনামূল্যে চিকিৎসা সুবিধা ও প্রয়োজনে সম্মিলিত সামরিক হাসপাতালে রেফারকৃত হয়ে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিদেশে চিকিৎসার সুযোগ পাবেন।
- সন্তানদের অধ্যয়ন। নিজ সন্তানদের জন্য সেনাবাহিনী কর্তৃক পরিচালিত স্কুল/কলেজ ও প্রকৌশলসমূহে যোগ্যতার ভিত্তিতে অধ্যয়নের সুযোগ পাবেন।
বিশেষ নির্দেশনা
- চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে বিএমএ যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেয়া হলো।
- এফএমসি হতে পাশকৃত প্রার্থীগণ এফএমসি এর মাধ্যমে অন-লাইনে আবেদন করতে হবে।
- বিজ্ঞপ্তির যে কোন অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।
- চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান/বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।
আবেদন করার পদ্ধতি
- ১৪ জুলাই ২০২৪ হতে ০৯ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
- আবেদনকারী প্রার্থীগণকে https://join.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান পার্শে Apply Now তে ক্লিক করে বর্ণিত কোর্সে Apply করতে হবে।
- আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক, VISA/Master Card, TAP, Bkash, Nagad, Rocket ইত্যাদির মাধ্যমে আবেদন ফি বাবদ সর্বমোট ১,০০০/- (এক হাজার) টাকা (অফেরৎযোগ্য) প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাওয়া যায়।
আবেদনের শেষ তারিখ
০৯ আগস্ট ২০২৪
অনলাইনে আবেদন করতে ভিজিট করুন
https://join.army.mil.bd
https://join.army.mil.bd
সাপোর্ট নম্বর: +৮৮০১৭১৩০১৬১৭৯
ই-মেইল: joinarmy.helpdesk@gmail.com
ই-মেইল: joinarmy.helpdesk@gmail.com
No comments