জাতিসংঘের আঞ্চলিক অফিস নিয়ে প্রশ্ন তুললেন আজহারী: “আমরাই যদি না বদলাই, তারা কী করবে?”

 


তা
রিখ: ২০ জুলাই ২০২৫

বাংলাদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। শনিবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে তার মতামত তুলে ধরেন।


আজহারী লিখেছেন,

> “এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন?

যেসব দেশে তাদের আঞ্চলিক দপ্তর রয়েছে, সেসব দেশের জনগণ কি সেখানে শান্তিতে আছেন?

শান্তি আর মানবাধিকার রক্ষায় আমরা নিজেরা পারস্পরিক বোঝাপড়া মজবুত না করলে, তারা এখানে কি করতে পারবে?”



তার এই পোস্টে স্পষ্টভাবে বোঝা যায়, তিনি জাতিসংঘের উপস্থিতির কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। একইসঙ্গে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আত্ম-উদ্যোগ ও পারস্পরিক বোঝাপড়ার গুরুত্বও তুলে ধরেছেন।


আজহারীর এই স্ট্যাটাস ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করছেন যে, আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা তখনই কার্যকর হয়, যখন একটি জাতি নিজেরাই সচেতন ও সক্রিয় হয় শান্তি ও মানবাধিকারের প্রশ্নে।


এদিকে, জাতিসংঘের স্থানীয় কার্যক্রম নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় চাহিদা ও বৈশ্বিক সহযোগিতার অংশ হিসেবেই জাতিসংঘ দপ্তর স্থাপন করে থাকে।


নিজস্ব প্রতিবেদক | হ্যাপি বাংলা মিডিয়া

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.